BRAKING NEWS

সোমবার শাহিনবাগ থেকে প্রতিবাদীদের সরানোর আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির বিধানসভা নির্বাচনে যাতে কোনও রকম প্রভাব না পড়ে, সেই কারণে শাহিনবাগ থেকে প্রতিবাদীদের সরানোর জন্য আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। দিল্লিতে ভোটের পর আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কউল এবং বিচারপতি কেএম জোসেফের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ নন্দ কিশোর চলতি সপ্তাহের শুরুতে এই আবেদন করেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে ২০০-রও বেশি মহিলা এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিল্লির প্রবল ঠান্ডা উপেক্ষা করেও এখানেই অবস্থান বিক্ষোভে করে চলেছেন তাঁরা। সিএএ বিরোধী আন্দোলনে গোটা দেশের মুখ হয়ে দাঁড়িয়েছে শাহিনবাগ। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন বিজেপি সাংসদ নন্দ কিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *