BRAKING NEWS

আলফা (স্বা)-সহ উত্তরপূর্বের বাকি উগ্রপন্থীদেরও আলোচনায় আসার আহ্বান হিমন্তবিশ্বের

কোকরাঝাড় (অসম), ৭ ফেব্রুয়ারি (হি.স.) : দীর্ঘ কয়েক দশক অপেক্ষার যবনিকা ঘটেছে। ঐতিহাসিক তৃতীয় শান্তিচুক্তির বলে বড়োল্যান্ডে শান্তির পরিবেশে ফিরে এসেছে। অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে স্থায়ী শান্তির বাতাবরণ ফিরিয়ে আনতে অগ্ৰণী ভূমিকা নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। তাই এ-ই সময়, আলফা স্বাধীন-সহ উত্তরপূর্বের যে সব উগ্ৰপন্থী সংগঠন এখনও শান্তি আলোচনায় আসেনি শান্তির জন্য তাঁদেরও সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শৰ্মা।

শুক্রবার বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর সদর কোকরাঝাড় শহর সংলগ্ন খারগাঁও টেঙাপাড়ায় জানক্ৰিথাই ফথার মাঠে বড়ো শান্তিচুক্তি সম্পাদন উপলক্ষ্যে অনুষ্ঠিত বিজয়োৎসবে ভাষণ দিচ্ছিলেন ড. শর্মা। প্রায় পঁচা লক্ষ জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত বিজয়োৎসব-সমাবেশে হিমন্তবিশ্ব বলেন, উপেন্দ্ৰনাথ ব্ৰহ্মের দাবি অনুযায়ী বড়োল্যান্ড চুক্তির এক সফল সমাপ্তি ঘটেছে প্ৰধানমন্ত্ৰী মোদীর দৌলতে। তিনি বলেন, অসমের ভৌগলিক অখণ্ডতা রক্ষা করে বড়োল্যান্ডকে সৰ্বাত্মক ক্ষমতার বিকেন্দ্ৰীকরণের এক নতুন দিগন্ত রচনা করেছেন প্রধানমন্ত্রী। এর দ্বারা কেবল বড়োল্যান্ড নয়, সমগ্ৰ রাজ্যে শান্তির বাতাবরণ ফিরিয়ে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

স্থায়ী শান্তি এবং উন্নয়নের ক্ষেত্রে অসমকে দেশের অন্য পাঁচ সৰ্বশ্ৰেষ্ঠ রাজ্যের তালিকায় নিয়ে যেতে যদি কেউ সক্ষম, তা-হলে তিনি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী, ভাষণে বলেন মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। মন্ত্রী দীর্ঘদিনের সমস্যার সমাধান করে ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য এর পিছনে যাঁরা ঐকান্তিক অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহের অবদানের কথা উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিরলস উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই অসমে বড়ো শান্তিচুক্তি সম্পাদিত হয়ে শান্তির বাতাবরণ ফিরে এসেছে।

তিনি জানান, অস্ত্ৰ সংবরণের মাধ্যমে আত্মসমর্পণকারী এনডিএফবি ক্যাডারদের কেউ যাতে পুনরায় পথভ্রষ্ট না হয় তার জন্য সরকার গ্ৰহণ করবে বিশেষ সাহায্যনীতি। ড. শৰ্মা বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর ভূখণ্ডের সম্যক তথ্য দিয়েছেন। এনডিএফবি-র সশস্ত্ৰ সংগ্ৰামের ফলে যে সকল নিরীহ জনতা, নিরাপত্তারক্ষী প্রাণাহুতি দিয়েছেন, আজ শ্ৰদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করেছেন ড. শর্মা৷ তিনি বলেন, এনডিএফবি-র সশস্ত্র সংগ্রামে বহু সেনা, আধাসেনা, অসম পুলিশের বহু লোককে জীবন দিতে হয়েছে। ভাষণে তাঁদের প্রতিও শ্ৰদ্ধাঞ্জলি অর্পণ করেছেন হিমন্তবিশ্ব শর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *