নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : আগামীকাল শনিবার রাজধানীতে নির্বাচন। তার আগে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির সেকেন্ড-ইন-কমান্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে (ওএসডি) গ্রেফতার করল সিবিআই। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালকৃষ্ণ মাধব নামে ওই আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২০১৫ সালে মণীশ সিসোদিয়ার ওএসডি হিসাবে নিযুক্ত হন মাধব। ঘটনায় উপমুখ্যমন্ত্রী ধৃত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন। শুক্রবার তিনি টুইট করেছেন, ‘আমি জানতে পেরেছি সিবিআই একজন জিএসটি ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে ঘুষ নেওয়ার অভিযোগে। এই আধিকারিক আমার দফতরে ওএসডি হিসাবে নিযুক্ত ছিলেন। তাঁর কঠোর শাস্তি দাবি করছি। গত পাঁচ বছরে এমন অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিককে আমি নিজে ধরিয়ে দিয়েছি।’ যদিও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করেছেন, কেজরিওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যে দল দুর্নীতি বন্ধ করতে জন্ম নিয়েছিল তা শেষ হবে দুর্নীতি দিয়েই। সিবিআই সূত্রে খবর, ধৃত আধিকারিককে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এই মামলায় সিসোদিয়ার প্রত্যক্ষ কোনও যোগ উঠে আসেনি প্রাথমিক তদন্তে।