নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ তাই ছবিমুড়ার পর্যটন উন্নয়নে ৪ কোটি ৮৭ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ সংসদের বাজেট অধিবেশনে ত্রিপুরার সাংসদ রেবতমোহন ত্রিপুরার তারাকাচিহ্ণবিহীন প্রশ্ণের জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রহ্লাদসিং প্যাটেল৷ তাঁর কথায়, স্বদেশ দর্শন এবং প্রসাদ যোজনায় ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যের পর্যটন উন্নয়নে সহায়তা করা হয়েছেঊ ত্রিপুরাও সেই সুযোগ পেয়েছে৷
প্রহ্লাদসিং প্যাটেল বলেন, পর্যটনে ত্রিপুরার প্রচুর সম্ভাবনা রয়েছে৷
আগামীদিনে দেশের অন্যতম পর্যটন ক্ষেত্র হিসেবেও গড়ে ওঠার ক্ষমতা রয়েছে রাজ্যের৷ তাঁর দাবি, ত্রিপুরা-সহ সারা দেশের পর্যটনে পরিকাঠামো উন্নয়নে স্বদেশ দর্শন এবং প্রসাদ যোজনা শুরু করা হয়েছে৷ এতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দারুণ উপকৃত হচ্ছে৷ তিনি বলেন, রাজ্যসমূহের সাথে বিস্তারিত আলোচনার ভিত্তিতেই প্রয়োজন অনুসারে ওই যোজনাকে সাজানো হচ্ছে৷ তাঁর দাবি, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছে৷ সাথে তারা নির্দেশিকা অনুযায়ী ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ায় তাদের মঞ্জুরিকৃত অর্থ বরাদ্দ করা হয়েছে৷
কেন্দ্রীয় পর্যটন রাষ্ট্রমন্ত্রী বলেন, নর্থ-ইস্ট সার্কিটের অধীনে ত্রিপুরার ছবিমুড়ার পর্যটন উন্নয়নে ইতিমধ্যে ৪ কোটি ৮৭ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ এতে ছবিমুড়া পর্যটন ক্ষেত্রের জন্য অ্যাপ্রোচ রোড নির্মাণ, একটি ফুট ব্রিজ নির্মাণ, সোলার লাইটিং সিস্টেম, রিভার সাফারি, স্পিড বোট, পাথরে খোদাই রয়েছে এমন স্থানে ভাসমান জেটি, মহারানি থেকে ছবিমুড়া পর্যন্ত স্পিড বোট, জঙ্গলে হাঁটার জন্য দিক-নির্দেশিকা বোর্ড এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আয়োজন করা হবে৷

