বাকসা (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : অবড়ো সুরক্ষা সমিতি আহূত আগামীকাল ৭ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার বিটিএডি-সহ অসম বনধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কোকরাঝাড় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ৭ ফেব্রুয়ারি বিটিএটি এলাকা এবং অসম বনধের ডাক দিয়েছিল অবড়ো সুরক্ষা সমিতি।
বাকসার বরমায় অবড়ো সুরক্ষা সমিতির পদাধিকারীরা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তাঁদের প্রস্তাবিত বনধ সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানান। অবড়ো সুরক্ষা সমিতির কেন্দ্ৰীয় সভাপতি ললিত হেমব্ৰুম জানান, বড়ো শান্তিচুক্তি সম্পাদন উপলক্ষ্যে আয়োজিত আনন্দোৎসবে শামিল হতে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহূত বনধের প্রভাবে এই আনন্দোৎসবের কার্যক্রম যাতে ম্লান না হয় সেজন্য এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করতে তাঁদের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা। হেমব্রুম জানান, তিনি নিজে এবং আন্দোলনের অন্যতম অংশীদার কোকরাঝাড়ের সাংসদ নবকুমার শরণিয়ার সঙ্গে ড. শর্মা কথা বলেছেন। তাঁর সঙ্গে তাঁদের দাবি-দাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী হিমন্তবিশ্ব কথা দিয়েছেন, বিষয়গুলি তিনি প্রধানমন্ত্রীর নজরে নিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। তাই তাঁর কাছে আশ্বাস পেয়ে আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দাবিগুলি যদি পূরণ না হয়, তা-হলে খুব শীঘ্রই তাঁরা আন্দোলনের পথে পা বাড়াবেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংসদ নবকুমার শরণিয়াও তাঁদের বিভিন্ন দাবির ভিত্তিতে বক্তব্য পেশ করেছেন।