BRAKING NEWS

সংসদে রাহুল গান্ধীকে টিউবলাইট বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে টিউবলাইট বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের জবাবি ভাষণ দেওয়ার সময় নাম না করে রাহুল গান্ধীকে ‘টিউবলাইট’ কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন প্রাক্তন এই কংগ্রেস সভাপতির সাম্প্রতিক মন্তব্যকেও কটাক্ষের সুরে বিঁধেছেন নরেন্দ্র মোদী ।

সংসদে চলছে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্ক। বুধবার ও বৃহস্পতিবার সেই বিতর্কে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই ভাষণের মধ্যেই বলতে ওঠেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । সেই সময় নাম না করে কংগ্রেস সাংসদকে “টিউব লাইট” কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, “আমি প্রায় ৩০-৪০ মিনিট ধরে বলছি, কিন্তু সেই কারেন্ট বিরোধী শিবিরে পৌঁছতে এতক্ষণ সময় লাগলো। অনেক টিউব লাইট আছে, যেগুলো জ্বলতে বেশি সময় নিয়ে ফেলে।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর ট্রেজারি বেঞ্চে হাসির রোল ওঠে।

পাশাপাশি এদিন প্রাক্তন এই কংগ্রেস সভাপতির সাম্প্রতিক মন্তব্যকেও কটাক্ষের সুরে বিঁধেছেন নরেন্দ্র মোদী । গতকাল দিল্লি বিধানসভা ভোটের প্রচারে রাহুল বলেন, মোদী অনেক ভাষণ দিচ্ছেন। আমি বলছি, ছয় কিংবা সাত-আট মাস কেটে যাক, মোদী ঘর থেকে বেরোতে পারবেন না। দেশের যুবকেরা তাঁকে এমন ভাবে লাঠিপেটা করবেন যে উনি সব কিছু বুঝে যাবেন। বুঝবেন, রোজগারের ব্যবস্থা করা ছাড়া দেশ এগোতে পারে না।

আজ এর উল্লেখ করে মোদী সংসদে বলেন, এক কংগ্রেস নেতা মোদীকে ৬ মাসে লাঠিপেটা করার কথা বলেছেন। তিনি আরও বেশি সূর্য নমস্কার করে এজন্য নিজেকে তৈরি রাখবেন বলে জানান মোদী । বলেন, ৭০ বছরে কংগ্রেসের একজন নেতাও আত্মনির্ভরশীল হতে পারেননি। একজন নেতার কথা শুনলাম। তিনি বলছেন, যুবকরা মোদী কে ৬ মাসে লাঠির বাড়ি মারবে। আমিও বেশি করে সূর্য নমস্কার করব যাতে এত লাঠির বাড়ি সহ্য করার মতো শক্ত হয়ে ওঠে পিঠটা। তবে এটা সত্যি যে, এমনটা হওয়া অসুবিধা আছে। তাই প্রস্তুতির জন্য ৬ মাস লাগবে। কিন্তু আমি যদি এই ৬ মাস ধরে প্রস্তুতি নিই, আরও সূর্য নমস্কার করি, যে ধরনের গালিগালাজ শুনতে হচ্ছে, তাতে আমি নিজেকে গালাগাল-প্রুফ করে তুলব, ডান্ডা-প্রুফও হয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *