মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : শিনা বোরা হত্যা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখার্জি | বৃহস্পতিবার দুই লক্ষ টাকার বন্ডে বম্বে হাইকোর্ট তাঁকে জামিন নিয়ে জানায় পিটার শিনা বোরা খুনে জড়িত ছিলেন বলে প্রমাণ নেই | পিটার জামিন পেলেও এর বিরুদ্ধে আগামী ৬ সপ্তাহের মধ্যে আপিল করতে পারবে সিবিআই। তাই এই সময় জেলেই থাকতে হবে তাঁকে।
শিনা বোরা হত্যা মামলায় চার বছর আগে ২০১৫ সালের ১৯ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখার্জি। শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন পিটারের প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী মুখার্জি। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট তাঁকে জামিন পান তিনি | এদিন বিচারপতি নিতীন সামব্রে দুলক্ষ টাকা জামানতের বিনিময়ে পিটারকে জামিন দেন। বিচারপতি বলেন, “যখন শিনা বোরা খুন হন, তখন পিটার ভারতেই ছিলেন না। তিনি চার বছর জেলে আছেন। ইতিমধ্যে তাঁর বাইপাস সার্জারি হয়েছে।” পাশাপাশি আদালত পিটারকে নির্দেশ দিয়েছে, তিনি যেন ছাড়া পেয়ে তাঁর মেয়ে বিধি, ছেলে রাহুল বা আর কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ না করেন।
সিবিআইয়ের বক্তব্য, পিটার, তাঁর প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী ও ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না শিনা বোরাকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। ২০১২ সালের ২৪ এপ্রিল খুন হন শিনা। তাঁর বয়স ছিল ২৪ বছর।
উল্লেখ্য, ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যাম রাই খুনের পরে শিনার দেহটি পাচার করতে সাহায্য করেছিলেন। ২০১৫ সালে তিনি অন্য একটি অভিযোগে গ্রেফতার হন। পরে তিনি শিনা বরা হত্যা মামলায় রাজসাক্ষী হন। মামলায় অপর দুই অভিযুক্ত ইন্দ্রাণী ও সঞ্জীবও ২০১৫ সালে গ্রেফতার হয়েছিলেন। তাঁরা এখনও জেলে আছেন।