BRAKING NEWS

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে থাকবেন ১৫ জন সদস্য, একজন দলিত সম্প্রদায়ের : অমিত শাহ

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’ ট্রাস্টে থাকবেন ১৫ জন ট্রাস্টি| তাঁদের মধ্যে একজন থাকবেন দলিত সম্প্রদায় থেকে| বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তারপরই ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র’ ট্রাস্টের চেহারাটা কেমন হতে চলেছে, তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| একাধিক টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে ১৫ জন ট্রাস্টি থাকবেন, তাঁদের মধ্যে একজন দলিত সম্প্রদায়ের| সামাজিক সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করার মতো অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই|’

অমিত শাহ অপর একটি টুইটে লিখেছেন, মন্দির সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন থাকবে এই ট্রাস্ট এবং ৬৭ একর জমি ট্রাস্টকে হস্তান্তরিত করা হবে| কয়েক শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষ এ জন্যই অপেক্ষা করে আছেন| শীঘ্রই তাঁদের সেই অপেক্ষার অবসান হবে এবং রাম জন্মস্থানে তাঁর ভক্তরা মন্দিরে ভগবান শ্রী রামের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন| ভগবান রাম-কে ভারতীয়দের ‘বিশ্বাসের প্রতীক এবং অবিচ্ছিন্ন শ্রদ্ধার প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন অমিত শাহ| টুইটারে অমিত শাহ আরও লিখেছেন, আজকের দিনটি গোটা দেশের জন্য অপরিসীম আনন্দ ও গর্বের দিন| রামজন্মভূমি ইসু্যতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, কেন্দ্রীয় সরকার ভগবান রামের নামে একটি ট্রাস্ট গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে অযোধ্যায় মহামন্দির নির্মাণের প্রতিশ্রুতি রক্ষা করল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *