লখনউ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের প্রতিরক্ষা নিয়ে ভাবনা-চিন্তা করার এই মঞ্চে ভারতের যুব সমাজের কাছে বড় সুযোগের দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে মেক ইন ইণ্ডিয়া উদ্যোগ উপকৃত হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন কর্মসংস্থা তৈরি হবে। বর্তমান সময়ে গোটা বিশ্বের নজর ভারতের দিকে রয়েছে। উত্তরপ্রদেশের লখনউতে এশিয়ার সর্ববৃহদ ডিফেন্স এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন মঞ্চে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশ বিদেশের সকল প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগামীদিনে উত্তরপ্রদেশ প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের হ্যাবে পরিণত হবে। বিশ্বের অন্যতম প্রধান ডিফেন্স এক্সপো এটি। বিশ্বের ১৫০টি সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি এই এক্সপোতে অংশ করেছে। এছাড়া ৩০টির বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রীরাও থাকবেন। দেশের প্রতিরক্ষা নিয়ে ভাবনা চিন্তা করার এই মঞ্চে ভারতের যুব সমাজের কাছে বড় সুযোগের দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে মেক ইন ইণ্ডিয়া উদ্যোগ উপকৃত হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন কর্মসংস্থা তৈরি হবে। বর্তমান সময়ে গোটা বিশ্বের নজর ভারতের দিকে রয়েছে। ভারতের বিশালত্ব, ব্যাপকতা, বৈচিত্র এবং বিশ্বের বিভিন্ন কর্মযজ্ঞে নিজের অংশীদারিত্বর প্রমাণ হচ্ছে এই ডিফেন্স এক্সপো। প্রতিরক্ষা এবং অর্থনীতি নিয়ে যারা খোঁজখবর রাখেন, তারা জানেন ভারত শুধুমাত্র একটি বাজার নয়। গোটা বিশ্বের কাছে বিশাল সম্ভাবনা হচ্ছে ভারত।
প্রযুক্তির ভুল প্রয়োগের নিয়ে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রযুক্তির ভুল ব্যবহার, সাইবার অপরাদ, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে বিপদ। নতুন চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য নতুন প্রযুক্তির ব্যবহার প্রতিটি ডিফেন্স এক্সপো করছে। বায়ুসেনা, পদাতিক সেনা এবং নৌসেনার বেশির ভাগ সমরাস্ত্র এখন ভারতেই তৈরি হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিরক্ষা রফতানি পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতা এবং মেক ইন ইণ্ডিয়ার জন্য এই ডিফেন্স এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সামরিক বাহিনীর পরাক্রম দেখানোর মঞ্চ হচ্ছে এক্সপো। রাজ্যের ডিফেন্স করিডর গড়ে তোলার কাজ চলছে। তাতে ডিফেন্স এক্সপো অনেক সহায়ক ভূমিকা পালন করবে।
দেশের প্রতিরক্ষা রাজনাথ সিং জানিয়েছেন, লখনউতে ডিফেন্স এক্সপো করার পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছিলেন। গতবারের তুলনায় এবারের ডিফেন্স এক্সপো অনেক বড়। নতুন ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছিলেন, তা ফলস্রুতি হচ্ছে এই এক্সপো। আগামীদিনে প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের হ্যাবে পরিণত হবে ভারত। নতুন ভারতের উন্নয়নের জন্য এই আয়োজন একান্ত জরুরি। প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধিতে দৃঢ় প্রতিজ্ঞ দেশ। মেক ইন ইণ্ডিয়ার মাধ্যমে সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত।
প্রায় ৪৩ হাজার বর্গমিটার জুড়ে অবস্থিত এশিয়ার সর্ববৃহদ সমরাস্ত্রের এই বাজারে ৭০টিরও বেশি দেশের ১০২৮ কোম্পানি অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৮৫৬টি দেশীয় এবং ১৭২টি বিদেশি কোম্পানি রয়েছে। পাঁচদিন ধরে চলা সমরাস্ত্রের এই রাজসূহ যজ্ঞে ২০০-র বেশি মৌ স্বাক্ষরিত হবে। উত্তরপ্রদেশের উপর দিয়ে যাওয়া ডিফেন্স করিডোর এর থেকে লাভবান হবে।