নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মারাঠা সংরক্ষণ মামলায় কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চে বিস্তারিত শুনানি হবে বলে বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে। এই মামলা বোম্বে হাইকোর্টের মারাঠা সংরক্ষণকে বহাল রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। গত ১২ জুলাই ২০১৯ সালে, সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারকে একটি নোটিশ জারি করেছিল। এদিন আদালত মারাঠা সংরক্ষণ মামলায় স্থগিত করতে অস্বীকার করেছিল।
শুনানি চলাকালীন আদালত বলে যে মারাঠা সংরক্ষণ পূর্ববর্তী প্রভাবের সঙ্গে কার্যকর করা যাবে না। গত ২০১৮ সালের ২৮ জুন মারাঠা সংরক্ষণ সংক্রান্ত মামলা বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তের পরে মহারাষ্ট্র সরকার এবং মারাঠা ক্রান্তি মোর্চা সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট পিটিশন দায়ের করেছিল। তাতে বলা হয়েছিল, বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়, তবে কোনও আদেশ পাশ করার আগে তাদের পক্ষে শুনানি করা উচিত। গত ২০১৯ সালের ২৭ জুন বোম্বে হাইকোর্ট মারাঠা সংরক্ষণের বৈধতা বহাল রাখে, তবে ১৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়। বোম্বাই হাইকোর্ট মহারাষ্ট্র সরকারের ১৬ শতাংশ সংরক্ষণকে শিক্ষার জন্য ১২ শতাংশ এবং চাকরির ক্ষেত্রে ১৩ শতাংশ করে কমানো ন্যায়সঙ্গত নয় বলে প্রমাণিত হয়েছে।