BRAKING NEWS

দেশজুড়ে এনআরসি কার্যকর করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) বিরুদ্ধে হওয়া আন্দোলনে উত্তাল গোটা দেশ। এমন আবহে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে পুরো দেশে এনআরসি কার্যকর করা নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যান্দ রাই সংসদের নিম্নকক্ষ লোকসভায় দাঁড়িয়ে এক প্রশ্নের উত্তরে লিখিত জবাবে বলেন, জাতীয় স্তরে ভারতীয় নাগরিকদের জন্য জাতীয় নাগরিকপঞ্জী তৈরি করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এনআরসি এখনই কার্যকর করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ দিন এও জানানো হয়েছে, খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।

ডিসেম্বরে সংসদে সংশ্লিষ্ট বিলটি পাশ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই কার্যকর হবে এনআরসি এবং সিএএ। আর সেটা হবে কালবিলম্ব না করেই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় জানিয়েছিলেন, সারা দেশে দু’টি আইন কার্যকরের কথা ভাবা হয়নি। তার পর আর এ ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য করতে দেখা যায়নি অমিত শাহকে।

সংসদে এ দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বিবৃতির পর সরকারের আশা, এই ব্যাখ্যার প্রেক্ষিতে এ বার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি-র বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ প্রশমিত হবে। দু’টি আইনের বিরুদ্ধে গত দু’মাস ধরে প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। রাজনৈতিক মহলের মতে দেশজুড়ে ব্যাপক আন্দোলনের ফলে পিছু হটেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *