নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : শাহিনবাগে গুলি চালানোর কাণ্ডে মূল অভিযুক্ত কপিল গুজ্জরের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। দিল্লির সাকেত আদালতের নির্দেশে তাকে আরও দুইদিন পুলিশের হেফাজতে থাকতে হবে। মঙ্গলবার কপিলকে আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে তাকে আরও দুই পুলিশের হেফাজতে থাকতে হবে।
এর আগে আদালত তাদের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন তা আরও দুই সম্প্রসারণ হল। অন্যদিকে কপিলের মোবাইল ফোন উদ্ধার করেছে তদন্তকারী দলের আধিকারিকেরা। মোবাইল ফোনে আপ নেতাদের সঙ্গে তার ছবি পাওয়া গিয়েছে।
১ ফেব্রুয়ারি শাহিনবাগে সিএএ-বিরোধী আন্দোলন চলার সময়। বিক্ষোভকারিদের কটাক্ষ করে গুলি চালায় কপিল। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দিল্লির দল্লুপুরা গ্রামের বাসিন্দা কপিল তদন্তকারী আধিকারিকদের জানিয়েছে যে সে তার বন্ধুদের কাছ থেকে বন্দুক পেয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি গুলি চালানোর সময় জয় শ্রী রাম বলে ধ্বনি দিয়েছিল সে।