পোচেস্ট্রুম, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। মঙ্গলবার পোচেস্ট্রুমে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে দুরমুশ করল ভারত | ভারতের এদিনের জয়ের নায়ক যশস্বী জয়সোয়াল (১০৫)। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত করেন দিব্যাংশ সাক্সেনা করেন (৫৯)| এই দুজনের দাপটে বিনা উইকেটে ১৭৬ রান তুলে পাকিস্তানের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা পার করে ম্যাচ জিতে নেয় ভারত। রবিবার ফাইনালে পঞ্চমবার এই প্রতিযোগিতা জয়ের লক্ষ্যে খেলতে নামবে ভারত।
আজ ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও পাকিস্তানের শুরুটা ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মহম্মদ হুরেইন। তিন নম্বরে ব্যাট করতে আসা ফাহাদ মুনিরকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান রবি বিষ্ণোই। একটা সময় ৯ ওভারে দুই উইকেট হারি ধুকছিল পাকিস্তান। ১৫ বলে ২১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মহম্মদ হারিস। ৪৩.১ ওভারে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। নিয়মিত ব্যবধানে পাকিস্তানের উইকেট পড়তে থাকে। ৩০ থেকে ৪০, এই ১০ ওভারে চার উইকেট পড়ল পাকিস্তানের। আর শেষ ছয় উইকেট পড়ল মাত্র ২৬ রানে! ভারতীয় বোলারদের আগ্রাসনের সামনে অসহায় দেখাল পাক ব্যাটসম্যানদের। ২৮ রানে তিন উইকেট নেওয়া বাঁ-হাতি পেসার সুশান্ত মিশ্রই সফলতম বোলার। কার্তিক ত্যাগি (২-৩২), রবি বিষ্ণোইরা (২-৪৬) সারাক্ষণ চাপ রেখে গেলেন বিপক্ষ ইনিংসে।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখান ভারতের দুই ওপেনার। ভারতের জয়ের নায়ক যশস্বী জয়সোয়াল করেন ১০৫ (১১৩) | তাঁর শতরানের স্কোরটি আটটি চার ও চারটি ছক্কায় । ছক্কা মেরে শতরান পূরণ করার পাশাপাশি দলকেও জেতান যশস্বী। অপর ওপেনার দিব্যাংশ সাক্সেনা করেন ৫৯ (৯৯) রান | তাঁর অসাধারণ সঙ্গতে ৫৯ রান আসে ছ’টি অনবদ্য চারে। এদিন পাকিস্তানের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারেননি। দুই ওপেনারের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে ৩৫.২ ওভারেই বিনা উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
সেইসঙ্গে এই নিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাতবার ফাইনালে উঠল ভারতীয় দল | রবিবার ফাইনালে পঞ্চমবার এই প্রতিযোগিতা জয়ের লক্ষ্যে খেলতে নামবে ভারত। অন্য সেমি-ফাইনালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।