নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ফাঁসির সাজা এড়াতে একের পর এক কৌশল করছে ২০১২ দিল্লি গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা| এবার নির্ভয়া গণধর্ষণ মামলা নিয়ে উত্তাল হল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা| মঙ্গলবার দিল্লি গণধর্ষণ মামলা নিয়ে রাজ্যসভায় তরজা হল বিজেপি ও আম আদমি পার্টি (আপ)-র মধ্যে| এদিন রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, ‘নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার জন্য রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি|’
এরপরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ প্রকাশ জাভড়েকর রাজ্যসভায় বলেছেন, ‘২০১৭ সালে দোষীদের আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট| কিন্তু, দোষীদের অবহিত করার প্রক্রিয়া শেষ করতে এক বছরেরও বেশি সময় নিয়েছিল জেল কর্তৃপক্ষ| রাজ্য সরকারের অবহেলার কারণেই এত দেরি হয়েছে|’
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যুতেও এদিন উত্তাল হয় রাজ্যসভা| সিএএ এবং এনআরসি বিরোধিতায় রাজ্যসভায় স্লোগান দিতে থাকেন উচ্চকক্ষের বিরোধী সাংসদরা| তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন|