নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ ছাত্র-ছাত্রীরাই হলো দেশের ভবিষ্যৎ৷ তাদের সঠিক পথ দেখানো রাষ্ট্রের কাজ৷ গতকাল অমরপুরের শান্তিকালী আশ্রমের ছাত্রছাত্রীদের জন্য নবনির্মিত ত্রিতল ছাত্রাবাসের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ উল্লেখ্য, অমরপুরের সর্বংস্থিত শান্তিকালী আশ্রমে সপ্তাহব্যাপী বাৎসরিক উৎসব ও বিশ্বশান্তি য’ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে৷ আশ্রমে সপ্তাহব্যাপী বাৎসরিক উৎসব উপলক্ষে সাংস্ক’তিক মে’ এই ছাত্রাবাসের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী বলেন, গুজারাটের কচ্ছের গোরাসিয়া পরিবার এই আশ্রমের ছাত্রীদের জন্য ছাত্রাবাসটি তৈরি করে দিয়েছেন৷
এজন্য তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে গোরাসিয়া পরিবারকে অভিনন্দন জানান৷ উপমুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে বলেন, সেবাই হলো ধর্ম৷ গোরাসিয়া পরিবার সেই সেবার কাজই করছেন৷ তিনি বলেন, ইতিমধ্যেই ত্রিপুরা সারা দেশে পরিচিতি পেয়েছে৷ ত্রিপুরার জন্য কেউ কাজ করতে চাইলে আমাদের উচিত সহযোগিতা করা, সমর্থন করা৷ তিনি বলেন, ভারতীয় সংস্ক’তির সাথে ধর্মের নিবিড় সম্পর্ক রয়েছে৷ তাই ধর্ম রক্ষা করা মানে সংস্ক’তির রক্ষা করা৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের মহারাজ চিত্তর’ন দেববর্মা, বিধায়ক রি’ত দাস, অমরপুর বি এ সি’র চেয়ারম্যান স’য় জমাতিয়া, জিলা পরিষদ সদস্য মহীভূষণ চক্রবর্তী, নগর প’ায়েতের চেয়ারপার্সন তরুন চক্রবর্তী, জীতেশ গোরাসিয়া ও তার পরিবার এবং গুজরাটের স্বামী নারায়ণ ভোজ মন্দিরের চার সন্ত৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীতেশ গোরাসিয়া৷ স্বাগত বক্তব্য রাখেন চিত্তর’ন মহারাজ৷ গুজরাটের কচ্ছের বাসিন্দা জীতেশ গোরাসিয়া, অনিতা গোরাসিয়া এবং নারায়ন ভাই গোরাসিয়া পরিবারের গোরাসিয়া এডুকেশন্যাল সোসাইটি ত্রিতল ছাত্রী নিবাসটি তৈরি করে দিয়েছে৷