BRAKING NEWS

কেন্দ্ৰীয় বাজেটে উত্তরপূর্ব, পর্যটনে অসমের শিবসাগর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২০-২১ অর্থবৰ্ষের কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ। শনিবার নির্মলা সংসদে যে বাজেট পেশ করেছেন এতে দেশের অন্যান্য প্রান্তের মতো অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের কৃষি ও শিক্ষাকে অগ্ৰাধিকার দেওয়া হয়েছে।

এবারের কেন্দ্ৰীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের কৃষকদের জন্য কিষাণ রেলের প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অসমের পৰ্যটন ক্ষেত্রকে উন্নীত করার প্ৰতি লক্ষ্য রেখি মোদী সরকারের কেন্দ্ৰীয় বাজেটে শিবসাগরকে অন্তর্ভুক্ত করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের পাঁচটি প্ৰত্নতাত্ত্বিক স্থানের পাশাপাশি অসমের পৰ্যটন ক্ষেত্রকে বিকশিত করতে শিবসাগরেও মিউজিয়াম স্থাপন করা হবে। বাজেটে প্ৰস্তাবিত পাঁটটি প্ৰত্নতাত্বিক স্থানগুলির মধ্যে হরিয়ানার রাখিগাদি, উত্তরপ্ৰদেশের হস্তিনাপুর, গুজরাটের ঢোলাভিরা, অসমের শিবসাগর এবং তামিলনাডুর আদিসনাল্লুর। এছাড়া ঝাড়খণ্ডের রাঁচিতে গড় তোলা হবে জনজাতীয় মিউজিয়াম।

তাছাড়া ২০২১ অর্থবৰ্ষে সাংস্কৃতিক মন্ত্ৰালয়ের জন্য মোট ৩,১০০ কোটি টাকা রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী সীতারমণ। বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেছেন, ২০২৪ অর্থবর্ষের মধ্যে কিষাণ উড়ান প্রকল্পের অধীনে ১০০টি বিমানবন্দরকে উন্নীত করা হবে। আগামী অর্থবৰ্ষে পৰ্যটন উন্নয়নের জন্য মোট ২,৫০০ কোটি টাকা আবণ্টন দেওয়ার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *