অমৃতসর, ৩১ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের অমৃতসরে ২০০ কেজি হেরোইন-সহ ৪ জনকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স| ধৃত ৪ জনের মধ্যে একজন মহিলা এবং একজন আফগানিস্তানের নাগরিক রয়েছে| বৃহস্পতিবার রাতে অমৃতসরে, শিরোমণি অকালি দলের একজন নেতার বাড়িতে অভিযান চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কেজি হেরোইন| এছাড়াও একজন মহিলা, একজন আফগান নাগরিক-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে| সূত্রের খবর, প্রায় ২ মাস আগে ওই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল|
সম্প্রতি মোহালি থেকে দু’জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল| ওই দু’জন মাদক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করার পরই ওই বাড়িটি সম্পর্কে জানতে পারে এসটিএফ| এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে হেরোইন| এসটিএফ-এর ডিএসপি ভভিন্দর মহাজন জানিয়েছেন, অমৃতসরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কেজি হেরোইন| বেশ কিছুদিন ধরেই অভিযান চলছিল| একজন মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে|