BRAKING NEWS

২০১৯ সমাথা গণধর্ষণ-খুন মামলা : মৃত্যুদণ্ডে দণ্ডিত ৩ জন দোষী

আদিলাবাদ (তেলেঙ্গানা), ৩০ জানুয়ারি (হি.স.): সমাথা গণধর্ষণ এবং খুন মামলার রায় ঘোষণা করল বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত। ২০১৯ সালের নভেম্বর মাসের গণধর্ষণ এবং খুন মামলায় ৩ জন দোষীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরা হল-শেখ বাবু, শেখ সাহাবুদ্দিন এবং শেখ মাকদুম। অপরাধের মাত্র ৬৬ দিনের মধ্যে রায় ঘোষণা করে নজির গড়ল বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত।


২০১৯ সালের ২৪ নভেম্বর আসিফাবাদ কোমারাম ভীম জেলায় গণধর্ষণের শিকার হন একজন মহিলা। অপরাধের পর ওই মহিলাকে খুন করা হয়। এই মামলার ট্রায়াল শুরু হয় ১ ডিসেম্বর, শেষ হয় ৩০ ডিসেম্বর। ৪৪ জন সাক্ষীর বয়ান নিয়ে ১৪০ পাতার চার্জশিট পেশ করা হয়। অবশেষে বৃহস্পতিবার ৩ জন দোষীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল বিশেষ আদিলাবাদ ফাস্ট ট্র্যাক আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *