BRAKING NEWS

রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : ৭২তম প্রয়াণ বার্ষিকীতে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


বৃহস্পতিবার সকালে রাজঘাটে গিয়ে জাতির জনকের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার আগে এদিন সকালে নিজের ট্যুইটবার্তায় রামনাথ কোবিন্দ লেখেন, সহনাগরিকদের প্রতি নিঃস্বার্থ ভালবাসাই গান্ধীজী শিখিয়ে গিয়েছিলেন। আরও বেশি করে গান্ধীজির  প্রকৃত বার্তা খুঁজে পাবে দেশবাসী। 


এদিন রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান মনোজমুকুন্দ নারাভানে, বায়ুসেনা প্রধান আরকেএস বাদোরিয়া, নৌসেনা প্রধান করমবীর সিং। শ্রদ্ধাজ্ঞাপন করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি রাজঘাটে গিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।  


এদিন সকালে জাতির জনককে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটবার্তায় লিখেছিলেন,  বাপুর(মহাত্মা গান্ধী) ব্যক্তিত্ব, নীতিবোধ এবং আদর্শ সমৃদ্ধশালী ভারত গড়তে সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে। 


ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম প্রধান নেতা হলেন মহাত্মা গান্ধী। অহিংসার পথ ধরে খিলাফত, অসহযোগ, ডাণ্ডি মিছিল, ভারত ছাড়োর মতো সারা জাগানো আন্দোলন করে ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। জওহরলাল নেহেরু, নেতাজী সুভাষচন্দ্র বসু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিত্বরা তাঁর অনুগামী ছিলেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে নাথুরাম গডসে গুলিতে প্রাণ হারান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *