নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): শাহিনবাগ নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জের! নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা| দিল্লি বিধানসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তারকা প্রচারকের তালিকা থেকে অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মার নাম অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন| এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপি সাংসদ পরবেশ বর্মাকে নোটিশও পাঠিয়েছে নির্বাচন কমিশন| ৩০ জানুয়ারি দুপুর বারোটার মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে পরবেশকে, যদি সন্তোষজনক উত্তর তিনি দিতে না পারেন তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন|
সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন| সম্প্রতি উত্তর দিল্লির রিথালায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর| সেখানে জনসভার মঞ্চ থেকে অনুরাগ বলেছিলেন, ‘দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারুন|’ অনুরাগের এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়| অনুরাগ ঠাকুর মন্তব্য করে নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখনই বেফাঁস মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা| শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরবেশ বলেন, ‘ক্ষমতায় এলে এক ঘন্টায় ফাঁকা করে দেব শাহিনবাগ|’ শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মা| ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-র তারকা প্রচারকের তালিকা থেকে অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মার নাম অবিলম্বে অপসারণের জন্য ৱুধবার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন|