BRAKING NEWS

শহর এলাকায় ২২,৫০০ প্রিপেইড বৈদ্যুতিক মিটার বসানোর কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ শহরাঞ্চলে প্রথম পর্যায়ে আইপিডিএস প্রকল্পের অধীন ২২ হাজার ৫০০ প্রিপেইড মিটার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ওই মিটার ক্রয় করা হয়েছে৷ শহরাঞ্চলে ৯-টি ইলেকট্রিক্যাল সার্কলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত মিটার বসানোর কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিদ্যুৎ নিগম৷


প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড় এম এস কেলে-র পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ওই বৈঠকে আইপিডিএস প্রকল্পের অন্তর্গত প্রথম পর্যায়ে ২২ হাজার ৫০০ প্রিপেইড মিটার বসানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷


বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, আগরতলার শ্রীপল্লী ফিডার এলাকায় ৩৩৭২টি, জিরানিয়া ফিডারে ২৫২৮টি, তেলিয়ামুড়া ফিডারে ১৫০০টি, উদয়পুর এবং বিশালগড় বাজার ফিডারে ৩০০০টি, কুমারঘাট ফিডারে ২২০০টি, ধর্মনগর ফিডার নম্বর ১-এর অধীনে এবং আমবাসা ফিডারে ২৫০০টি এবং বিলোনিয়া ফিডার নম্বর ২-এর অধীনে ১৯০০টি মিটার বসানো হবে৷


সেই মোতাবেক বিদ্যুৎ নিগম এক বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, আইপিডিএস প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সমস্ত ডিজিএমদের প্রিপেইড মিটার সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি ওই মিটারগুলি বসানো সুনিশ্চিত করার জন্যও বলা হয়েছে৷ প্রসঙ্গত, ওই মিটারগুলি বর্তমানে পোস্টপেইড ভিত্তিতে চলছে৷ এদিকে, প্রতি প্রিপেইড মিটার বসানোর জন্য ১১৮ টাকা করে দিতে হবে ভোক্তাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *