BRAKING NEWS

এসবিআই’র সিএমসি শাখায় টাকা হাপিজের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের বাবুর বাজারে এসবিআই’র সিএমসি শাখা থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী ভোক্তাদের আমানতের টাকা হাফিজ করে চলেছে বলে গুরুতর অভিযোগ মিলেছে৷ অভিযুক্ত ব্যাঙ্ককর্মী আসরাফ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের গায়েব হয়ে যাওয়া টাকা অবিলম্বে ফেরত দেবার দাবি উঠেছে৷ এ ব্যাপারে ইরানী থানায় সুনির্দিষ্ট মামলাও দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এসবিআই’র যুবরাজনগর সিএমসি থেকে ভোক্তাদের টাকা হাফিজের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ দিব্যাঙ্গ সোয়েল আহমেদের একাউন্ট থেকে টাকা হাফিজের সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণ করেছে ইরানী থানা৷ সোয়েলের ভাই জানা, ১০০ শতাংশ দিব্যাঙ্গ সোয়েলের ভাতার টাকা কয়েকমাস পরপর এসবিআই যুবরাজনগর সিএমসি থেকে তোলা হয়৷ ২০১৮ সালের ৬ সেপ্ঢেম্বর সর্বশেষ ৭,৫০০ টাকা তোলা হয়৷ চলতি মাসে সোয়েলের পাসবই আপডেট করাতে গিয়ে তাদের চক্ষুরীতিমতো ছানাবড়া হয়ে যায়৷ দেখা গেছে, ১৮ জুন ২০১৯, ২১ জুন ২০১৯, ২৩ অক্টোবর ২০১৯ এবং ২৫ ডিসেম্বর ২০১৯ সোয়েলের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে হাফিজ করা হয়েছে৷

বিষয়টি কৈলাসহর এসবিআই শাখা প্রবন্ধককে জানান তারা৷ কিন্তু এব্যাপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি৷
স্থানীয়সূত্রে খবর আসরাফ হোসেন দীর্ঘদিন ধরে সিএসসির দায়িত্বে রয়েছে৷ এখানে রেগার শ্রমিক, চা বাগন শ্রমিক, ছাত্র-ছাত্রী এবং দিব্যাঙ্গদেরই বেশিরভাগ অ্যাকাউন্ট রয়েছে৷ সিএসসির দায়িত্বে থাকা ব্যাঙ্ককর্মী আসরাফ হোসেন ওইসব মানুষের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করানোর সময় ভোক্তাদের আঙুলের ছাপ না নিয়ে নিজের আঙুলের ছাপ দিয়ে অ্যাকাউন্ট করেছেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ভোক্তার অ্যাকাউন্টের টাকা দীর্ঘদিন ধরেই নয়ছয় করে চলেছে দুর্নীতি পরায়ন ওই ব্যাঙ্ক কর্মী৷


দুর্নীতিগ্রস্থ অর্থ হাফিজকারী ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধে তদন্তক্রমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভোক্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *