নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) সমাজসেবায় অসাধারণ অবদানের জন্য পদ্মবিভূষণ (মরণোত্তর) সম্মানের জন্য প্রয়াত তিন কেন্দ্রীয়মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি, প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং বাজপেয়ী জমানার প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত জর্জ ফার্নান্ডেজ।
অন্যদিকে খেলোয়াড় হিসেবে পদ্মবিভূষণের জন্য নাম ঘোষণা করা হয়েছে মেরি কম। উদ্যোগপতি হিসেবে পদ্মভূষণ পাবেন আনন্দ মোহিন্দ্রা। ক্রীড়া ক্ষেত্রে উল্লেখজনক অবদানের জন্য পদ্মভূষণ সম্মান দেওয়া হবে পি ভি সিন্ধুকে। মরণোত্তর পদ্মভূষণ সম্মানের জন্য মনোহর পারিক্করের নাম ঘোষণা করা হয়েছে।
শিল্পে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন কঙ্গনা রানাওয়াত, একতা কাপুর, আদনান স্বামী এবং করণ জোহর।