নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বিশালগড় মণ্ডলের উদ্যোগে শনিবার বিশালগড় টাউন গার্লস সুকল মাঠে অনুষ্ঠিত হয় বুথ কনভেনশন৷ বুথ কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, যুব মোর্চা সভাপতি টিংকু রায়, বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি সুকান্ত দেব, সিপাহীজলা উত্তর বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে বিশালগড় বিধানসভাধীন ৬০টি বুথের সমস্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন৷
বিশালগড় বিজেপি মণ্ডল আয়োজিত এদিনের বুথ কনভেনশনের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করে প্রদীপ প্রজ্জ্বলন এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য বলেন, আমাদের নিজেদের মধ্যে সৎসঙ্গ ধরে রাখতে হবে৷ সৎসঙ্গকেই জীবনের পাথেয় করতে হবে৷ এদিন সমস্ত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন৷ বক্তব্যে রাজ্য যুব মোর্চা সভাপতি টিংকু রায় বলেন, আমরা যদি সুসংগঠিত হয়ে কাজ করি তাহলে প্রকৃত অর্থেই আমরা একটি সুসংগঠন গড়ে তুলতে পারব৷
তিনি বলেন, বিজেপিকে বিগত নির্বাচনে রাজ্যের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করার কারণেই আমরা বিগত দিনের অপশাসন থেকে মুক্তি পেয়েছি৷ এদিন, বিশালগড় মণ্ডল সভাপতি সুশাস্ত ঘোষ তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকল অতিথি সহ ৬০টি বুথ থেকে আগত সকল প্রতিনিধিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷ তিনি এদিনের সাংগঠনিক বৈঠকের বিভিন্ন দিক সম্পর্কে তার বক্তব্যে তুলে ধরেন৷ বুথ কমিটি গঠন থেকে শুরু করে আগামী দিনের কর্মসূচী সম্পর্কেও তারা বক্তব্যে তুলে ধরেন৷ আগামী বিধানসভা নির্বাচনে বিশালগড় থেকে পদ্মফুল ফুটিয়ে বিধানসভায় প্রতিনিধি পাঠানো হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা আইনজীবী নীতাই চৌধুরীও ৷ তিনি বুথ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন বিশালগড়ে বিজেপিকে জয়ী করার জন্য প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ কনভেনশনে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷