BRAKING NEWS

যে পূর্ণতা পাওয়ার লক্ষ্যে পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা, ৪৮ বছরেও তা অর্জিত হয়নি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : যে পূর্ণতা পাওয়ার লক্ষ্যে ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল, ৪৮ বছরেও তা অর্জিত হয়নি৷ মঙ্গলবার পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে এভাবেই আক্ষেপ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর দাবি, এতদিন পূর্ণতা অর্জনে বিভিন্ন ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷

মুখ্যমন্ত্রীর কথায়, পরিবর্তন হয়েছে ত্রিপুরায়৷ পূর্ণরাজ্য গঠিত হওয়ার দীর্ঘ সময় পরও যে ক্ষেত্রগুলিতে পূর্ণতা অর্জন করা যায়নি, মাত্র ২২ মাসের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একশো শতাংশ সফলতা এসেছে৷ কোনও কোনও ক্ষেত্রে সফলতার হার একশো শতাংশের কাছাকাছি৷ তাঁর দাবি, ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে৷ শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, যোগাযোগ, শিল্প, অর্থনৈতিক স্বনির্ভরতা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের মধ্য দিয়ে ত্রিপুরাকে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, ই-পিডিএস ব্যবস্থায় বর্তমান সরকারের সফলতা ১০০ শতাংশ৷ ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজ্যের শেষপ্রান্তে বসবাসকারী ব্যক্তির কাছেও গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রথম এবং সারা দেশের নিরিখে তৃতীয় রাজ্য৷ তাঁর বক্তব্য, শিক্ষা দফতরে গুণগত শিক্ষার ওপর জোর দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় প্রশ্নপত্রের মাধ্যমে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ আগে শুধু দশম ও দ্বাদশ শ্রেণির জন্য এই ব্যবস্থা চালু ছিল৷ এক্ষেত্রেও সফলতার হার একশো শতাংশ৷ এছাড়াও আধার কার্ড প্রদান, জনধন অ্যাকাউন্ট, সৌভাগ্য যোজনায় বিদ্যুতায়ন, ই-গেজেট, ই-চালান ইত্যাদি ক্ষেত্রেও ১০০ শতাংশ সফলতা অর্জন করেছে রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *