BRAKING NEWS

পূর্ণরাজ্য দিবসে শুভেচ্ছার ঢেউয়ে ভাসল ত্রিপুরা

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : শুভেচ্ছা ও অভিনন্দনের ঢেউয়ে ভাসলো ত্রিপুরা৷ পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷

মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক ট্যুইটবার্তায় ত্রিপুরা-সহ মেঘালয় ও মণিপুরের পূর্ণরাজ্য দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি ওই তিন রাজ্যের বাসিন্দাদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান৷ এক ট্যুইটবার্তায় তিনি বলেন, ত্রিপুরার অনুকরণীয় ঐতিহ্য এবং দেশের উন্নয়নে অংশীদারিত্ব আমাকে গর্বিত করেছে৷ তাঁর কথায়, ত্রিপুরাবাসী তাঁদের পরিশ্রমী স্বভাবের জন্য অতি পরিচিত৷ আমি ত্রিপুরাবাসীর ধারাবাহিক সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতভাই শাহও পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরা তাঁর ইতিহাস ও উন্নত সংস্কৃতির জন্য পরিচিত৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা ক্রমাগত উন্নতি লাভ করবে৷ তিনি প্রার্থনা করেন, মাতা ত্রিপুরাসুন্দরী প্রত্যেকের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবেন৷

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা নতুন যুগের সাক্ষী হয়েছে৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার উন্নতি হবে৷ আগামী বছরগুলিতে ত্রিপুরায় ধারাবাহিক উন্নয়ন দেখা যাবে৷

এদিকে, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরা বিশাল বনভূমি এবং হস্ততাঁত শিল্পের জন্য পরিচিত৷ তিনি বিশ্বাস করেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকলকে পূর্ণরাজ্য দিবসের আনন্দে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন৷ পাশাপাশি তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *