৩১ জানুয়ারি শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন । ওই দিন সকাল ১১ টায় লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষন দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১  ফেব্রুয়ারি সকাল ১১ টায় কেন্দ্রীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তাঁর দ্বিতীয় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এর আগের দিন অবশ্য অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে ৷

১লা ফেব্রুয়ারি শনিবার সেদিন সাধারণত বন্ধ থাকে সংসদ। এমনকি শনিবার বন্ধ থাকে স্টক এক্সচেঞ্জগুলিও। জানা গিয়েছে অনান্য দিনের মতো বাজেটের দিন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে স্টক এক্সচেঞ্জগুলি। সেই কারণে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের প্রতিক্রিয়া জানতে শেয়ার বাজারের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

এদিকে আবার বাজেটের দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে৷ কারণ ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দুদিনের ধর্মঘট ডেকেছে ব্যাংক কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়নের যৌথমঞ্চ ইউনাইটেড ফোরাম ৷ সাধারণত বাজেটের দিন ব্যাংক খোলা থাকে ৷ সেদিক দিয়ে এবার যদি ওই দিন ধর্মঘট হয় তাহলে সেটা এক দিক থেকে বিরল ঘটনা৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমনের দ্বিতীয় বাজেট পেশের আগে সোমবার হয়ে গেল ‘বাজেটের মিষ্টিমুখ’। সাধারণ বাজেটের সব কাগজপত্র ছাপার জন্য প্রেসে যাওয়ার আগে অর্থমন্ত্রকে হয় এই ‘হালুয়া উত্সাব’। এবারও তার ব্যতিক্রম হল না | অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানের পৌরোহিত্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নর্থ ব্লকের সদর দফতরের এই  হালুয়া উত্স বে উপস্থিত ছিলেন দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও। এর আগে গত বছরের ৫ জুলাই তিনি তাঁর প্রথম বাজেট পেশ করেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *