নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগত প্রকাশ নাড্ডা| বিগত এক বছর ধরে বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন নাড্ডা| এবার সর্বসম্মতিক্রমে নাড্ডার হাতে তুলে দেওয়া হল দলের দায়িত্ব| সোমবার দুপুর আড়াইটে নাগাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জে পি নাড্ডা| ২০২২ সাল পর্যন্ত, আগামী ৩ বছরের জন্য বিজেপির ১১ তম সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলাবেন নাড্ডা|
সোমবার সকাল দশটা থেকে শুরু হয় জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া| বেলা ১০.৩০ মিনিট নাগাদ মনোনয়ন জমা দেন নাড্ডা| অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটে নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডার নাম ঘোষণা করেছেন রাধামোহন সিং| নির্বাচিত হওয়ার পর এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন নাড্ডা| নাড্ডাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মিষ্টি মুখ করিয়েছেন বিদায়ী সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ সিং, নীতীন গড়কড়ি-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা| বিজেপি সদর দফতরে এদিন উপস্থিত ছিলেন নাড্ডার দাদা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও|
ছাত্র জীবন থেকেই সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন মোদী-শাহ ঘনিষ্ঠ জে পি নাড্ডা| তিন-তিন বার হিমাচল প্রদেশের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি| হিমাচল প্রদেশের স্বাস্থ্য এবং বন, পরিবেশ ও বিজ্ঞান দফতরের দায়িত্বও সামলেছেন| ২০১২ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন| ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব পান নাড্ডা| ২০১৯ সালের জুন মাসে বিজেরি কার্যকরী সভাপতি নিযুক্ত হন নাড্ডা| জুন মাসেই জাতীয় সভাপতি থেকে অব্যাহতি চেয়েছিলেন অমিত শাহ| অবশেষে শাহের উত্তরসূরি নির্বাচিত হলেন জে পি নাড্ডা|