আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একাংশ মানুষ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছে। অন্তত, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় এমনটাই মনে হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধীদের এইভাবেই বিঁধলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী।
ত্রিপুরার রাজ্ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন, শাসক জোট আইপিএফটি সহ বিভিন্ন অ-বিজেপি জনজাতি রাজনৈতিক দল নাগরিকত্য(সংশোধনী) আইনের বিরোধিতায় ক্রমাগত আন্দোলন জারি রেখেছে। এমনকি, তাঁরা ওই আইনের বিরোধিতায় ত্রিপুরাকে স্তব্ধ করে দেওয়ার প্রয়াস নিয়েছিল। অথচ, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের সিদ্ধান্তে তারাই কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছেন।
নবেন্দুবাবু বলেন, ব্রু শরণার্থীদের দুই দশকের অধিক সময় ধরে চলমান সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু, পূর্বতন সরকার সুযোগ থাকলেও সমাধানের উদ্যোগ নেয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। ওই প্রস্তাবের ভিত্তিতে ব্রু শরণার্থীদের স্থায়ী সমাধানে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে।
তাঁর কটাক্ষ, এখন কয়েকজন ব্যক্তি স্বার্থ উদ্ধারে প্রচারে নেমেছেন। ব্রু শরণার্থীদের পুনর্বাসনে কৃতিত্ব জাহিরে নেমে পড়েছেন। তাঁর বক্তব্য, ত্রিপুরায় বোঝা বাড়বে তাই তাঁরা নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছেন। অথচ, ব্রু শরণার্থীদের পুনর্বাসন ত্রিপুরায় হোক তা তাঁরা চাইছিলেন। তাঁর দাবি, ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ওই সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।
নবেন্দু বিদ্রুপ করে বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একাংশ মানুষ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করছেন। আসলে তাঁরা নিজেদের অস্তিত্বের জানান দিতে চাইছেন। রাজনৈতিক লাভালাভের প্রশ্নেই একাংশ স্বার্থান্বেষী মহল ওই অবস্থান নিয়েছেন, তোপ দাগেন তিনি।