মঙ্গল হোক প্রতিটি ভারতীয় নাগরিকের, এটাই কামনা সঙ্ঘের : মোহন ভাগবত

মোরাদাবাদ (উত্তর প্রদেশ), ১৮ জানুয়ারি (হি.স.): প্রতিটি এলাকা এবং গ্রামে দায়িত্ববান কার্যকর্তা দাঁড় করানোই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র লক্ষ্য| শনিবার উত্তর প্রদেশের মোদারাবাদে মকর সংক্রান্তি উত্সবে এমনই মন্তব্য করেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত| সরসঙ্ঘচালক এদিন বলেছেন, আমরা সংবিধানকে যথাযথ অনুসরণ করে চলি| নাগরিক অধিকারের বিষয়ে পড়ুন| নাগরিক কর্তব্যের বিষয়ে পড়ুন| মার্গদর্শক তত্ত্ব পড়ুন| এসব পরিবর্তিত হয় না| এগুলিই সংবিধানের ভিত্তি| আমরা সেই পথেই এগিয়ে চলেছি| ভারতের প্রতিটি নাগরিকের মঙ্গল হোক, এই ভাবনা মাথায় রেখেই সঙ্ঘ কাজ করে| এ জন্য প্রতিদিন অনুশীলন করা হয়|

সরসঙ্ঘচালক আরও বলেছেন, নির্ভীক হও| শক্তিশালী হও| দেশের প্রতিটি হিন্দুর জন্য এটাই সঙ্ঘের বার্তা| প্রতিটি জনগণের মঙ্গল হোক, এটাই কামনা করে সঙ্ঘ| সরসঙ্ঘচালক মোহন ভাগবতের কথায়, ‘আমরা যখন শক্তিশালী হব, বিশ্ব আমাদের তখনই শান্তির পথে এগিয়ে যেতে দেবে| সুতরাং, সঙ্ঘের লক্ষ্য হল প্রতিটি এলাকা এবং গ্রামে দায়িত্ববান কার্যকর্তা দাঁড় করানো|’

আরএসএস প্রধান বলেছেন, ‘সরকারি সহায়তা ছাড়াই সঙ্ঘের এক লক্ষ ৩০ হাজারেরও বেশি সেবা কাজ চলছে| এতে কোনও বৈষম্য নেই| আমরা হিন্দুদের সংগঠিত করি, কিন্তু সেবাকাজের ক্ষেত্রে যদি অ-হিন্দুরাও সামিল হয় সঙ্ঘ তাঁদের পর মনে করে না|…তোমার বৈভব অমর হোক মা, আমরা থাকি বা না থাকি|’ মোহন ভাগবত আরও বলেছেন, ‘সঙ্ঘ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কাজ বাড়লে কারও কারও অকারণে ব্যথা হয়| কারও বড় হওয়া ভদ্রলোকদের আনন্দ দেয়, কিন্তু দুষ্টুরা কষ্ট পায়| তারা অপপ্রচার শুরু করে, স্বয়ংসেবকরা এ সম্পর্কে ভালোভাবেই অবগত| ৬০ বছর ধরে এমনই চলছে| সমাজ এ ধরনের অপপ্রচার সম্পর্কে জানতে পেরেছে| সঙ্ঘের বিচার এবং মূল্যবোধের উপর ভিত্তি করেই কাজ করেন স্বয়ংসেবকরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *