নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ৫৭ জন দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।
দিল্লি বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। রোহিনী কেন্দ্র থেকে বীজেন্দ্র গুপ্ত। রাজিন্দ্র নগর ও ছাতারপুর কেন্দ্র থেকে যথাক্রমে প্রার্থী হয়েছেন আর পি সিং এবং ব্রহ্ম সিং তানওয়ার। গত বছর আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কপিল মিশ্র উত্তর দিল্লির মডেল টাউন থেকে লড়বেন। সদরবাজার, চাদনি চক, জনকপুরী থেকে প্রার্থী হয়েছেন যথাক্রমে জয় প্রকাশ, সুমন কুমার গুপ্ত, আশিস সুদ। বিকাশপুরী বিধানসভা কেন্দ্রে সঞ্জয় সিং, পালাম থেকে বিজয় পন্ডিত। শালিমার বাগে রেখা গুপ্ত। তুঘলগাবাদ থেকে শিখা রাইয়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আপ প্রার্থী হয়েছে অরবিন্দ কেজরিওয়াল। ওই আসনের জন্য বিজেপির তরফে কোনও নাম এখনও ঘোষণা করা হয়নি।
ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়ন পেশ প্রতিক্রিয়া। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। ২২ তারিখ হবে মনোনয়নের স্ক্রটিনি। ২৪ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। উল্লেখ করা যেতে পারে ৮ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। ভোটগণনা ১১ ফেব্রুয়ারিতে।