নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : নিরাপত্তা পরিষদের অপব্যবহার করেছে ইসলামাবাদ। এ বার শিক্ষা নিক চিন । রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে চিনের জম্মু-কাশ্মীর প্রসঙ্গ তোলার প্রচেষ্টাকে এই ভাষাতেই সমালোচনা করল বিদেশমন্ত্রক | বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘‘চিনকে দিয়ে ওই চেষ্টা চালিয়ে নিরাপত্তা পরিষদের অপব্যবহার করেছে ইসলামাবাদ। আর কাশ্মীর ইস্যু তুলতে গিয়ে যে অভিজ্ঞতা হল, চিনও তার থেকে শিক্ষা নিক।’’
নিরাপত্তা পরিষদের বৈঠকে ফের কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করে চিন। কিন্তু আলোচনা শুরু হতে না হতেই নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ চার সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়, এটা একেবারেই ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। দ্বিপাক্ষিক ইস্যু। এটা নিয়ে আলোচনার জায়গা হতে পারে না নিরাপত্তা পরিষদের বৈঠক।
এবিষয়েই আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্যই কাশ্মীর ইস্যুকে দ্বিপাক্ষিক বিষয় বলেই মনে করেছেন। তার ফলে, পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।’’
তিনি আরও বলেন, ‘‘চিনকে দিয়ে ওই চেষ্টা চালিয়ে নিরাপত্তা পরিষদের অপব্যবহার করেছে ইসলামাবাদ। আর কাশ্মীর ইস্যু তুলতে গিয়ে যে অভিজ্ঞতা হল, চিনও তার থেকে শিক্ষা নিক।’’
পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করে রবীশের বক্তব্য, ইসলামাবাদকে এই কথা বলিষ্ঠ ও স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারতের সঙ্গে কোনও বিষয় তাদের আলোচনার মাধ্যমেই মেটাতে হবে। আর সেটা করতে হবে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতেই।
চিন কেন বার বার এই প্রসঙ্গ তলার চেষ্টা করছে তা নিয়ে রবীশ কুমার বলেন, ‘‘ওরা (চিন) কেন বার বার ওদের (পাকিস্তান) হয়ে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে? আমি মনে করি, এ বার ওরা (চিন) এ ব্যাপারে বিরত থাকবে।’’
এবিষয়ে বুধবারের বৈঠকের পর চিনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেন, ‘‘কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে চিঠি লিখেছিলেন পাক বিদেশমন্ত্রী।’’