নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে।
সেনা দিবস উপলক্ষ্যে রাজধানী দিল্লিতে সেনাবাহিনীর এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মনোজ মুকুন্দ নারভানে জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে কোনও প্রকারের নমনীতা দেখানো হবে না। ৩৭০ ধারা বিলুপ্তি ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে দেশের বাকি অংশের সঙ্গে জম্মু ও কাশ্মীর সম্পর্ক আরও বেশি নিবিড় হল। ছায়াযুদ্ধ চালিয়ে যাওয়ার যে রণকৌশল পশ্চিমে(পাকিস্তান) থাকা প্রতিবেশী নিয়েছিল, তা ব্যর্থ হয়েছে এই পদক্ষেপের ফলে। পশ্চিম সীমান্তের পাশাপাশি উত্তরপূর্বে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। মহাকাশ, সাইবার যুদ্ধে নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে সেনাবাহিনী। স্পেশ্যাল অপারেশন এবং ইলেকট্রনিক যুদ্ধকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল গিয়ে শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান।