অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা : মুখ্যমন্ত্রী

বিলোনিয়া (ত্রিপুরা), ১২ জানুয়ারি (হি.স.) : রাজ্য সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি রূপায়ণের ফলে অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ত্রিপুরা৷ রবিবার দুপুরে বিলোনীয়া পুরাতন টাউন হল-এ দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক জাতীয় সেবা প্রকল্প উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দাবি করেছেন৷ তিনি জোর গলায় বলেন, তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার প্রথম থেকেই কাজ করছে৷ মানুষের অর্থনৈতিক মানোন্নয়নের পাশাপাশি রাজ্যে গুণগত শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিয়েছে সরকার৷

এদিন তিনি বলেন, গুণগত শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েই এনসিইআরটি পাঠ্যক্রম ত্রিপুরায় চালু করেছে৷ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে জাতীয় মানের স্তরে নিয়ে যেতেই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে দাবি তাঁর৷ তিনি বলেন, এনসিইআরটি পাঠ্যক্রম চালুর পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুলে একই সময়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়াও চালু হয়েছে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এনসিইআরটি সিলেবাস চালু হওয়ার ফলে অদূর ভবিষ্যতে রাজ্যে বহুসংখ্যক গুণগত মানসম্পন্ন ছাত্রছাত্রী বেড়িয়ে আসবে এবং ত্রিপুরা শুধুমাত্র উত্তর-পূর্বাঞ্চলেই নয় সারা দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ স্বামীজির শুভ জন্মদিন৷ তাঁর জন্মদিনকে আমরা যুবদিবস হিসেবে পালন করি৷ এনএসএস দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে নানা সমাজসেবামূলক কাজ করছে৷ রাজ্যে প্রায় ৩৬ হাজার এনএসএস সদস্য রয়েছেন৷ তাঁরা নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে যোগদান করেন৷ রক্তদানের মতো মহৎ কাজেও তাঁরা এগিয়ে এসেছেন৷ তিনি এনএসএস সদস্যদের কাছে এইসব সমাজসেবামূলক কাজ জারি রাখার আহ্বান জানিয়েছেন৷

উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরা জেলার ৫৪টি এনএসএস ইউনিটের ৩৫০ জন ছাত্রছাত্রী দক্ষিণ জেলাভিত্তিক জাতীয় সেবা প্রকল্প উৎসবে অংশ নেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের মেগা আয়ুষ স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন৷ তিনি বিলোনিয়া টাউন হল-এ উদ্বোধকের ভাষণে আরও বলেন, সাব্রুমে গড়ে তোলা হবে স্পেশাল ইকোনমিক জোন ও লজিস্টিক হাব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *