আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিজেপি-র নয়া সভাপতির নাম ১৫ জানুয়ারির মধ্যেই ঘোষণা হবে। সূত্রের খবর, সেই লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বিজেপি প্রদেশ সভাপতির দৌড়ে সাতজন রয়েছেন। তাঁদের মধ্য থেকে একজন নয়া সভাপতি নির্বাচিত হবেন।
প্রসঙ্গত, ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রিপুরায় বিজেপি-র নতুন সভাপতি নির্বাচনের সূচি স্থির হয়েছিল। কিন্তু, এখন পর্যন্ত তা সম্ভব হয়ে উঠেনি। এদিকে, বিজেপি হাইকমান্ড ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত রাজ্যে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সে-ক্ষেত্রে ত্রিপুরায়ও নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তোড়জোড় শুরু হয়েছে।
ইতিমধ্যে রাজ্যে বুথস্তর, মণ্ডল এবং জেলা সভাপতি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেছে বিজেপি। শুধু সিপাহিজলা জেলা সভাপতি এখানও নির্বাচিত হননি। বিজেপি সূত্রের দাবি, প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে একজন জেলা সভাপতি নির্বাচন সম্পন্ন না হলেও অসুবিধার কিছু নেই। সূত্রের বক্তব্য, ১৫ জানুয়ারির মধ্যেই ত্রিপুরায় নয়া বিজেপি সভাপতি নির্বাচিত হচ্ছেন।
এদিকে, বিজেপি-র প্রদেশ সভাপতির দৌড়ে রয়েছেন সাতজন প্রার্থী। তাঁদের মধ্যে রাজীব ভট্টাচার্য, মানিক সাহা, প্রতিমা ভৌমিক, তাপস ভট্টাচার্য, টিঙ্কু রায়, সুজিত ব্যানার্জি এবং নবেন্দু ভট্টাচার্য। তাঁদের মধ্যেই একজন নয়া সভাপতি নির্বাচিত হবেন।