কোচি, ১২ জানুয়ারি (হি.স.) : শনিবারের পর রবিবার কোচিতে গুড়িয়ে দেওয়া হল আরও একটি বেআইনি নির্মাণ | সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল নিয়ন্ত্রিত বিস্ফোরণে দু’টি আবাসন ভেঙে ফেলা হয়। আজ সকালে জৈন কোরাল কোভ কমপ্লেক্সটি ভাঙা হল | এদিন সকাল ১১টা নাগাদ নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয় । দুপুরে আরও একটি বেআইনি আবাসন ভেঙে দেওয়া হয় ।
সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে কেরালার একের পর এক অবৈধ নির্মাণ | শনিবার সকালে নিয়ন্ত্রিত বিস্ফোরকের সাহায্যে ধূলিসাৎ করে দেওয়া হল কোচির সমুদ্র তীরবর্তী অবৈধ মারাডু বহুতল | অবৈধ নির্মাণ ভাঙার জন্য আগেই আবাসন খালি করা হয়। এলাকায় লাগু করা হয়েছে ১৪৪ ধারা। আজ সকালে জৈন কোরাল কোভ কমপ্লেক্সটি ভাঙা হল | এদিন সকাল ১১টা নাগাদ নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয় । দুপুরে আরও একটি বেআইনি আবাসন ভেঙে দেওয়া হয় ।
প্রসঙ্গত, কোস্টাল রেগুলেশনের যে নিয়ম তা লঙ্ঘন করেই কমপ্লেক্সগুলিতে মোট ৩৪৩টি ওয়াটারফ্রন্ট আবাসন নির্মাণ করা হয়েছিল। ২০১৯ সালে সেপ্টেম্বরে শীর্ষ আদালতের তরফে ১৩৮ দিনের মধ্যে এই কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই মোতাবেক গোটা এলাকাটিতে জারি করা হয় ১৪৪ ধারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের থেকে অনুমতির পরই এই ভাঙার কাজটি শুরু হয়।