BRAKING NEWS

সিএএ নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা, দাবি অমিতের

গান্ধীনগর, ১১ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা বলে শনিবার ফের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন গুজরাটের গান্ধীনগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধিত আইন। বিষয়টি নিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধিরা। এই কুৎসা থেকে রাজ্যবাসীকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মের কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান সম্প্রদায় মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই আইনের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপি, আপের মতো দলগুলি। আইনের বিরোধিতায় সরব জেএনইউ বামপন্থী মনোভাবাপন্ন পড়ুয়ারা।

এদিন গান্ধীনগরে বিশ্বাস এবং সাইবার আস্থা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইবার ক্রাইম রোধে এই প্রকল্প রাজ্য পুলিশকে যথাযথ সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *