BRAKING NEWS

ফের প্রিয়ঙ্কাকে এক হাত নিলেন মায়াবতী

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.) :  শতাধিক শিশুর মৃত্যুর দুঃখজনক ঘটনাকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ করে ফের প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে একহাত নিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী | ব্যক্তিগত সফরে রাজস্থানে গেলেও রাজ্যের কোটায় সরকারি হাসপাতালে না যাওয়ার প্রসঙ্গ তুলে শনিবার টুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে আক্রমণ করেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে প্রিয়ঙ্কা জয়পুরে গিয়েছিলেন।কিন্তু এই ব্যক্তিগত সফরে রাজস্থানে কোটায় সরকারি হাসপাতালে না যাওয়ার প্রসঙ্গ তুলে এদিন টুইট করে এদিন প্রিয়ঙ্কার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মায়াবতী | টুইটারে তিনি লেখেন,  ‘এই কংগ্রেস নেত্রী কুম্ভীরাশ্রু বিসর্জনের জন্য নিয়মিত উত্তরপ্রদেশে আসেন। কিন্তু রাজস্থানে তাঁর ব্যক্তিগত সফরে কোটায় মৃত শিশুদের মায়েদের চোখের জল মোছার জন্য সামান্য সময় দেওয়ার কথা ভাবলেন না তিনি। অথচ তিনিও একজন মা। এটা খুবই দুর্ভাগ্যজনক’।

মায়াবতীর দাবি, কংগ্রেস, বিজেপি বা অন্যদলের মত বিএসপি সস্তা রাজনীতি করতে কোনও ইস্যুতে দুমুখো অবস্থান নেয় না। মায়াবতী বলেছেন, ‘এমন একটা পরিস্থিতি অন্যান্য দলগুলির মত কংগ্রেসও নিজেদের বদলাতে প্রস্তুত নয় এবং এর সাম্প্রতিক উদাহরণ কংগ্রেস শাসিত রাজস্থানের কোটা হাসপাতালে সরকারি অবহেলার কারণে এতগুলি শিশুর মৃত্যু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *