আগরতলা, ৯ জানুয়ারি (হি. স.) : প্রত্যন্ত এলাকায় মাসব্যাপী আইনি পরিষেবা শিবিরগুলিতে ব্যাপক সাড়া পেয়েছে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ৷ ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সবকটি জেলা মিলিয়ে ২৩টি শিবির করা হয়েছে৷ এই শিবিরগুলি থেকে ১৯ হাজার ৩৯৪ জন নিজেদের পি আর টি সি, রেশন কার্ড, আধার কার্ড, আর ও আর, এস টি, এস সি শংসাপত্র, বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র সমেত বহু প্রয়োজনীয় শংসাপত্র সহজেই করে নিয়েছেন৷ এছাড়া শিবিরগুলিতে আইনত বিভিন্ন বিষয়ে সহযোগিতাও করা হয়েছে৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব শুভাশিস শর্মা রায় এই তথ্য দিয়েছেন।
তিনি জানান, ২৩টি শিবিরে প্রত্যন্ত এলাকার ৪০ হাজার ৪৯২ জন উপস্থিত হয়েছিলেন। তাঁরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন৷ উপস্থিত লোকজনদের মধ্যে বড় অংশ ছিলেন উপজাতি জনগোষ্ঠীর লোক৷ তিনি বলেন, ২৩টি শিবিরের মধ্যেই খোয়াই জেলার বেহালাবাড়িতে ৭৬৬ জন, মুঙ্গিয়াকামীতে ১০১৪ জন শংসাপত্র পেয়েছেন৷ পশ্চিম জেলার উত্তর বোধজংনগরে ২৬৮৬ জন এবং মান্দাইয়ে ২০৫০ জন বিভিন্ন শংসাপত্র পেয়েছেন৷ সিপাহিজলার রহিমপুরে ৫৩৬জন, জম্পুইজলায় ১৩২ জন, এবং সুতারমুড়ায় ৭৯৪জন নানা শংসাপত্র সংগ্রহ করেছেন৷ গোমতী জেলার তৈদুতে ৪৬১জন, উদয়পুরের জুলাইবাড়িতে ৩৫১জন, করবুকের খুমুলুঙে ৪৭৭ জন এবং গামারিয়ায় ৬৩৭ জন বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করেছেন৷ দক্ষিণ জেলার বীরচন্দ্রমনুতে ১০৯২ জন, চাতকছড়িতে ৯৭৮ জন এবং রাধানগরে ৮৯৮ জন বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করেছেন৷ ধলাই জেলার কাঠালবাড়ি এডিসি ভিলেজে ২১২ জন, লংতরাইভ্যালির ধন্যরাম কারবাড়ি পাড়ায় ২৩৬জন, গন্ডাছড়ায় ৫০০ জন এবং কমলপুরের ধনচন্দ্র স্কুলে ৪৬৯ জন বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করেছেন৷ উত্তর জেলার তিলথই রূপচরন স্কুল শিবিরে ৫১৪জন, বাইথাংবাড়ি ইংরেজি মাধ্যম সুকলে ৬৪৯ জন এবং কাঞ্চনপুর শিবিরে ৬৪৪জন বিভিন্ন শংসাপত্র সংগ্রহ করেছেন৷ ঊনকোটি জেলায় রামগুনা সুকলে ২১৯২ জন এবং বড়খলা স্কুলে শিবিরে ১১০৬ জন বিভিন্ন শংসাপত্র পেয়েছেন৷
তাঁর দাবি, সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসন, বিদ্যুৎ নিগম, মহকুমা প্রশাসন, চাইল্ড লাইন, আর ডি ব্লক, বন দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, মহিলা কমিশন, শ্রম দপ্তর, পুলিশ প্রশাসন, বি এস এফ, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ অন্য দপ্তরগুলি থেকে শিবিরের আয়োজনে দারুণভাবে সাহায্য করা হয়েছে৷ এছাড়া, শিবিরগুলি থেকে ২২ জন প্রতিবন্ধীকে চলন সামগ্রী দেয়া হয়েছে৷ শুধু তাই নয়, জমির স্বাস্থ্য পরীক্ষা করে শংসাপত্র, উজ্জ্বলা গ্যাস প্রকল্পে বিনামূল্যে গ্যাসের সংযোগ, স্বাস্থ্য পরীক্ষা, স্কুলে ফুটবল বিতরণ সমেত বহু সাহায্য করা হয়েছে শিবির থেকে৷