নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): নানকানা সাহিব গুরুদ্বারে দুষ্কৃতি হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল ও দুর্গা বাহিনী। দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই প্রসঙ্গে বিশ্বহিন্দু পরিষদের কার্যকারী সভাপতি অলোক কুমার জানিয়েছেন, এই বিক্ষোভ থেকে পাকিস্তানকে যথাযথ জবাব দেওয়া হয়েছে। এর থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। সংখ্যালঘুদের বিরুদ্ধে পাকিস্তানের সমাজে বিভেদের প্রাচীর গড়ে তোলা হয়েছে। হিন্দু এবং শিখদের ঘৃণা করার পাশাপাশি সেখানে আহমেদিয়া, সুন্নি ও শিয়াদের উপরও আঘাত হানা হচ্ছে। এর ফলে পাকিস্তান রাষ্ট্রটির অস্বস্তি নিয়ে প্রশ্ন উঠছে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত দ্রুত করতে হবে পাকিস্তানকে। অবিলম্বে পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করবে।
নানকানা শিখ গুরুদ্বারে দুষ্কৃতি হামলার ঘটনায় নিন্দায় সরব হয়েছে ভারত। সোমবার পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় সাউথ ব্লক। পরে বিদেশমন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে, পাকিস্তানে নাগরিক সমাজে থাকা সংখ্যালঘুরা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে চলেছে। বিষয়টি উদ্বেগের। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন শিরোমণি আকালি দলের প্রতিনিধিরা।