নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডের পর দিল্লি আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আম আদমি পার্টি (আপ) নেতা সঞ্জয় সিং।
ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে।তার আগে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের উপর দায় চাপালেন আপ নেতা সঞ্জয় সিং। এদিন তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের নাকের ডগায় পড়ুয়া, শিক্ষক, মহিলাদের উপর হামলা চলছে। নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমান পরিস্থিতি একেবারে অগ্রাহ্য করতে পারে না কেন্দ্র। জেএনইউ থেকে স্পষ্ট দিল্লির আইনশৃঙ্খলা বলে কিছু নেই।
প্রসঙ্গত, রবিবার রাতে জেএনইউ চত্বরে ঢুকে মুখ ঢেকে হামলা চালায় একদল দুষ্কৃতি। এই হামলায় গুরুতর জখম একাধিক পড়ুয়া। তাদের উদ্ধার করে স্থানীয় এইমসে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় নিন্দায় সোচ্চার হয়েছেন কংগ্রেস, সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি। দিল্লি পুলিশের কর্তৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। তাই তিনি কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছেন।
এদিন আপ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সঞ্জয় সিং জানিয়েছেন, গরিবদের জন্য একাধিক পরিস্থিতি গ্রহণ করা হয়েছে। রাজধানীতে ২০ হাজার ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। নির্বাচনের আগে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আসবে আপ সরকার। উল্লেখ করা যেতে পারে ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোটগণনা ১১ ফেব্রুয়ারি।