জাকার্তা, ৭ জানুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল| মঙ্গলবার তীব্র ভূকম্পন অনুভূত হয় সুমাত্রার পশ্চিমে সিমেউলুয়ে আইল্যান্ডের উপকূল থেকে ২০ কিলোমিটার দূরে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২| শক্তিশালী ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| সুনামির সতর্কতাও জারি করা হয়নি| তবে, বেশ কয়েকটি ঘর-বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে| ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে মানুষজন ঘর-বাড়ি থেকে বেরিয়েও রাস্তায় এসে দাঁড়ান|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএজিএস) জানিয়েছে, মঙ্গলবার ৬.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সিনাবাঙ শহর থেকে ১৭ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূপৃষ্ঠের মাত্র ২০ কিলোমিটার গভীরে| শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও সুনামির সতর্কতা জারি করা হয়নি| তবে, বেশ কয়েকটি ঘর-বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে|