মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : ২৬/১১ মুম্বই হামলার সঙ্গে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় চত্বরে দুষ্কৃতি তাণ্ডবের তুলনা টানলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধব ঠাকরে দুষ্কৃতিদের মুখ ঢাকা নিয়ে প্রশ্ন তোলেন। এমন ধরণের বর্বোরচিত হামলাকে দেশবাসী ক্ষমা করবে না বলে জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় চত্বরে যারা হামলা চালিয়েছে তারা পরিচয় জানাটা একান্ত জরুরি।
মহারাষ্ট্রে এমন ঘটনা ঘটলে রাজ্য সরকার যে ছেড়ে কথা বলবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন উদ্ধব। এদিন তিনি বলেন, রাজ্যের যুব সমাজ একেবারেই বিপদমুক্ত। তাদের উপর কেউ হামলা চালালে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। দেশের ভবিষ্যতের ভিত্তি হচ্ছে যুব সম্প্রদায়। হোস্টেলের ভেতর তাদের উপর হামলা দেশের ভাবমূর্তিতে কালিমা লেপে দেয়। যুব সমাজের উপর হামলা হলে পরিস্থিতিতে ভয়াবহ হতে পারে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।