নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি ৷৷ এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ শনিবার রাতে তেলিয়ামুড়ায় বিজেপি’র শক্তিকেন্দ্রের অফিস ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ এটি বিরোধীদের অপকর্ম বলে অভিযোগ করেছে বিজেপি৷
ব্রহ্মছড়া, গামাইবাড়ি এবং রূপাছড়া বিজেপি শক্তি কেন্দ্রের অফিস রাতের অন্ধকারে ভাঙচুর করেছে দুষৃকতিকারীরা৷ এনিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনা শনিবার রাতের কোনো এক সময়৷ এই খবর দিয়ে বিজেপি দলের এক নেতা জানান, শনিবার রাতের কোনো একসময় গামাইবাড়িস্থিত বিজেপি শক্তি কেন্দ্রের অফিসটি ভাঙচুর করে দুষৃকতিকারীরা৷ এ ব্যাপারে বিজেপি দলের পক্ষ থেকে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে৷
বিজেপি দলের ২৯নং কৃষ্ণপুর মণ্ডলের ওই নেতা জানান, সিপিআইএম কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে রাতের অন্ধকারে বিজেপি দলের শক্তিকেন্দ্রগুলিতে আঘাত আনছে৷ এ বিষয়টি পুলিশের নজরে নেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্তের সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে৷