হাওয়াইবাড়িতে তান্ত্রিকের জারিজুরি, গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জানুয়ারি৷৷ তান্ত্রিক পরিচয় দিয়ে জারিজুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন এক ভন্ড৷ ঘটনা তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ী এলাকায়৷ ভন্ড বাবার নাম জয় নাথ শর্মা৷ বাড়ি খোয়াইয়ের শিংগিছড়ায়৷ তাকে গণধোলাই দিয়ে তেলিয়ামুড়া থানায়৷


ভারতের বিভিন্ন রাজ্যে এমনিতে ভন্ডামী বাবার অভাব নেই সেই সাথে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়ায় দেখা মিলল আরেক তাবিজ বাবার৷ তিনি নাকি বাড়ি থেকে তাবিজ বের করে সংসারের শান্তি ফিরিয়ে আনেন৷ ঘটনায জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার সুমন দিন আগে এসে বলে যায় তাদের উঠোন তাবিজ পোঁতা আছে তাই তাদের সংসারে ঝামেলা৷ তিনি নাকি সেই তাবিজ বের করে সংসারকে ঝামেলা মুক্ত করবেন৷ জানা যায় ওই তাবিজ বাবার আসল নাম জয় নাথ শর্মা৷

বাড়ি খোয়াই এর সিংগিছড়া৷ গতকাল তথা ঐ এলাকার সুমন শীলের বাড়িতে আসে তাবিজ তোলার জন্য৷ এসেই নানান আবদার৷ নতুন গামছা মোম ধূপকিঠি সহ পাঁচশত একটাকা দক্ষিণা লাগবে৷ পরিবারের লোক দিতে রাজী হলে শুরু হয় তার ভন্ডামি৷ বাড়িল এক কোনে এক সময় তার নিজের তৈরি করা তাবিজ টি গর্তে ফেলতে গেলে পরিবারের লোকজন দেখে ফেলে৷ ধরে ভন্ড তাবিজ বাবার ভন্ডামি৷ তারপর উত্তম মধ্যম দিলে সে তার ভন্ডামির কথা শিকার করে৷ পরবর্তি সময়ে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *