সিএএ এর প্রতিবাদে যৌথ ফোরাম আগরতলায় মিছিল করবে ৭ জানুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আগামী সাত জানুয়ারী আগরতলায় র্যালী সংগঠিত করবে যৌথ ফোরাম৷ জয়েন্ট মোভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অমান্ডমেন্ট অ্যাক্ট এর পক্ষ থেকে রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়েছে৷
সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যৌথ ফোরামের আহ্বায়ক অন্থনি দেববর্মা, আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খল সহ অন্যান্যরা৷ যৌথ ফোরামের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূমিকায় তারা অসন্তুষ্ট৷

যৌথ ফোরামের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার ফলে ত্রিপুরায় উপজাতি অংশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এন্থনি দেববর্মা আরও জানান, ৯-১১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বিভিন্ন সংগঠন বিশেষ করে রাজনৈতিক ও ছাত্র সংগঠনের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে৷ পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১১ ডিসেম্বর আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন এবং আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠকের ব্যবস্থা করবেন৷


সেই মোতাবেক যৌথ ফোরামের এক প্রতিনিধি দল ১২ ডিসেম্বর দিল্লীতে পার্লামেন্ট হাউসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী জি কে কিষাণও৷ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল আগামী এক সপ্তাহের মধ্যে জয়েন্ট মোভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ এমান্ডমেন্ট অ্যাক্ট এর সাথে চুক্তি করা হবে যাতে ত্রিপুরার উপজাতি অংশের স্বার্থ রক্ষার্থে৷ তারপর এই সময়ের মধ্যে যৌথ ফোরামের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দুই দফায় ১৮ ডিসেম্বর এবং ২ জানুয়ারী দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য৷ কিন্তু, আজ পর্যন্ত এই ব্যাপারে কোন সুবজ সংকেত পাওয়া যায়নি বলে জানিয়েছেন এন্থনি দেববর্মা৷


এই অবস্থায় যৌথ ফোরামের তরফ থেকে রাজধানী আগরতলা শহরে একটি শন্তিপূর্ণ র্যালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সাত জানুয়ারী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালী শুরু করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *