নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত জনজাতি এলাকা দেবতাংপাড়ায় ত্রিপুরা পুলিশের প্রয়াত সাব-ইন্সপেক্টর দুর্গাকুমার রাঙ্খলের বাড়িতে যান৷ মুখ্যমন্ত্রী প্রয়াত রাঙ্খলের পরিবার পরিজনদের সাথে মিলিত হন এবং প্রয়াতের স্ত্রী পঞ্চলক্ষী রাঙ্খলের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন৷
মুখ্যমন্ত্রী তাদের সান্তনা দিতে গিয়ে বলেন, কর্মরত অবস্থায় আততায়ীদের হাতে দুর্গাকুমার রাঙ্খল নিহত হয়েছেন৷ আততায়ীরা এর উপযুক্ত শাস্তি পাবে৷ রাজ্যের বর্তমান সরকার শহীদের পরিবারের পাশে আছে৷ আগামীদিনে সরকারি বিভিন্ন সুুযোগ সুুবিধা এই পরিবার পাবে৷ তারপর মুখ্যমন্ত্রী নিকটবর্তী কার্লেংপাড়ায় যান এবং এখানে ইদানিংকালে দুর্ঘটনায় মৃত মন্ত্রীলাল কাইপেং-এর শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেন৷ মন্ত্রীলাল কাইপেং- এর স্ত্রী অনুসদাই কাইপেং এবং তার ছেলে-মেয়েদের সাথে মুখ্যমন্ত্রী মতবিনিময় করেন৷ উপস্থিত জনতাও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এলাকার পানীয় জল, রাস্তা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন অসুুবিধার কথা তুলে ধরেন৷ অবিলম্বে বিষয়গুলির সমাধান করতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন৷
মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এই বৃষ্টির সন্ধ্যায় স্থানীয় জনজাতি অংশের মানুষের উপস্থিত ছিলো লক্ষণীয়৷ মুখ্যমন্ত্রীর এই সফরকালে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন রূপক সরকার, খোয়াই জেলার জেলাশাসক মিতা মোল, তেলিয়ামুড়ার মহকুমাশাসক ভাস্বর ভ-াচার্য, তেলিয়ামুড়া আর ডি ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস৷ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত৷