নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ রাজ্যে জোরকদমে চলছে নেশা-বিরোধী অভিযান৷ আমতলি এবং কদমতলায় প্রচুর ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ এর সঙ্গে একজনকে পুলিশ আটক করেছে৷ ধৃতকে করিমগঞ্জ (দক্ষিণ অসম) জেলার পাথারকান্দি এলাকার সালে আহমেদ (২২) বলে শনাক্ত করা হয়েছে৷ তাকে উত্তর ত্রিপুরার কদমতলায় বমাল ধরেছে পুলিশ৷ এদিকে ত্রিপুরায় নেশা-বিরোধী অভিযানের ইতিহাসে আজ সর্ববৃহৎ সাফল্য পেয়েছে বিএসএফ৷
পশ্চিম ত্রিপুরার আমতলি থানাধীন মতিনগর গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে বাজারমূল্য ৮ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৬৮ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷ এর সঙ্গে দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে বিএসএফ৷
এদিকে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ ৯,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ এগুলোর বাজারমূল্য ৪৯ লক্ষ টাকা৷ মাদক পাচারের সঙ্গে জড়িত পাথারকান্দির এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে৷ সব মিলিয়ে আজ ত্রিপুরায় বিএসএফ এবং পুলিশ মিলে ৮ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার হয়েছে৷
আজ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ভারপ্রাপ্ত আইজি অশোক কুমার যাদব বলেন, নেশা-বিরোধী অভিযানে ক্রমাগত সাফল্য মিলছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্ট (ডিআরআই)-কে সাথে নিয়ে পশ্চিম জেলার আমতলি থানাধীন মতিনগর গ্রামে টুনু মিয়াঁ-র বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৮ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, টুনু মিয়াঁ বর্তমানে বিশালগড়ে বসবাস করছে৷ মতিনগরের বাড়িতে তার ভাতিজা সোয়াগ মিয়াঁকে থাকতে দিয়েছিল৷ ওই বাড়িতে অভিযান চালিয়েই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ কিন্তু সোয়াগ মিয়াঁ পালাতে সক্ষম হয়েছে৷ তিনি জানান, ওই বাড়ি থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ তিনি বলেন, উদ্ধারকৃত নেশা সামগ্রী ডিআরআই আগরতলার হাতে তুলে দেওয়া হয়েছে৷
এদিকে, ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে পাচারের সময় ১,১৪৫ শিশি ফেন্সিডিল, ৩১ কেজি গাঁজা, ৩টি গবাদি পশু-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ এগুলো বাজারমূল্য ১৪ লক্ষ ৬৯ হাজার ৮২৮ টাকা৷ এছাড়া এর সাথে ১ লক্ষ বাংলাদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে বলে বিএসএফের ভারপ্রাপ্ত আইজি জানিয়েছেন৷ তিনি আরও জানান, সদ্যবিদায়ী ২০১৯ সালে ৩৪ কোটি ২৭ লক্ষ ২১ হাজার ৭৫০ টাকা মূল্যের নেশা জাতীয় ও পাচার সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ তেমনি, নতুন বছর এখন পর্যন্ত ৮ কোটি ৬৭ লক্ষ ৪৯ হাজার ৮৫৩ টাকা মূল্যের নেশা জাতীয় এবং অন্যান্য পাচার সামগ্রী উদ্ধার করা হয়েছে৷
অন্যদিকে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বাধীন পুলিশের দল তারকপুর কুকিতল সীমান্ত সড়কে পাচারের সময় ৯,৮০০টি ইয়াবা ট্যাবলেট-সহ পাথারকান্দি থানার অন্তর্গত নয়াগ্রামের যুবক সালে আহমেদ (২২)-কে আটক করেছে৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা৷ খবর পেয়ে ছুটে যান উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷ তিনি জানান, অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের জন্য বহু পরিমাণের ইয়াবা নিয়ে যাওয়া হবে বলে আগাম খবর পাওয়া গিয়েছিল৷ সেই খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ পাচারকারীকে পাকড়াও করার জন্য ওত পেতে বসে থাকে৷ আজ বিকেল চারটে নাগাদ সাফল্য হাতে এসেছে, জানান তিনি৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত যুবককে আগামীকাল আদালতে পেশ করা হবে৷
এছাড়াও এদিনের সভায় জলশক্তি অভিযান, রোডসাইড বিউটিফিকেশন, দফতরের নতুন কর্মসূচি, কদমতলা ব্লকে আগর চাষের জন্য পরিকল্পনা গ্রহণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ এদিনের সভায় সচিব কিরণ গিত্যে, বিশেষ সচিব অপূর্ব রায় সহ বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷