BRAKING NEWS

এবার এক মঞ্চে মোদী-মমতা

কলকাতা ,৩ জানুয়ারি (হি.স): এবার এক মঞ্চে মোদী-মমতা । আসলে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান । সেই উপলক্ষ্যেই কলকাতায় একমঞ্চে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মঞ্চে থাকতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকরও । এখনও পর্যন্ত যা খবর তাতে দু’দিনের কলকাতা সফরের মধ্যে মোদী অবশ্য কোনও দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন না ।

নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে বিজেপিকে কাঠগড়ায় তুলে চলেছেন । এহেন প্রেক্ষাপটে একমঞ্চে মমতা-মোদী, বেশ তাৎর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের । যদিও এটা নিছকই সরকারি অনুষ্ঠান । এই সফরের মধ্যে মোদী হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের উদ্বোধন করবেন । সংবর্ধনা দেবেন পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত কর্মীদের । ১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান । সেই উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় । এনআরসি, সিএএ নিয়ে জোরদার আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যে স্থগিত করেছেন এনপিআর । নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তীব্র ভাষায় কটাক্ষও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এক মঞ্চে বসা তাৎর্যপূর্ণই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *