সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের পাক হামলা, পুঞ্চে প্রত্যাঘাত ভারতের

জম্মু, ৩ জানুয়ারি (হি.স.): সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| সময় নষ্ট না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিনের পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই|

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টারও নিক্ষেপ করে পাক সেনাবাহিনী| প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| প্রসঙ্গত, নতুন বছরের প্রথম সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার পুঞ্চে সংঘর্ষ-বিরতি ভেঙে হামলা চালাল পাক সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *